সৌদির হাইস্পিড ট্রেন স্টেশনে আগুন, আহত ৫

সৌদি আরবের বন্দর শহর জেদ্দার হারামাইন হাইস্পিড রেল স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 04:44 AM
Updated : 30 Sept 2019, 05:01 AM

রোববার স্থানীয় সময় দুপুর ১২টা ৩৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়, স্টেশনের ছাদ থেকে কালো ধোঁয়ার কুণ্ডুলি উপরের দিকে উঠতে থাকে।

১২ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে সৌদির দমকল বিভাগের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন আল আখবরিয়ায় সম্প্রচারিত ফুটেজে আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী হেলিকপ্টারের সাহায্য নিতে দেখা গেছে।

মক্কা অঞ্চলের দাপ্তরিক টুইটার একাউন্টে আহত পাঁচ ব্যক্তিকে হাসপাতালে পাঠানোর কথা বলা হয়েছে। সেখানে ১৬টি মেডিকেল টিম প্রস্তুত আছে বলে জানিয়েছে তারা।

ঘটনাস্থলেই চার ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং নিরাপত্তাজনিত কারণে রেললাইনের ওপর দিয়ে যাওয়া সড়কগুলোতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে বলে আল আখবরিয়া জানিয়েছে।

৪৫০ কিলোমিটার দৈর্ঘ্যের হারামাইন রেললাইন লোহিত সাগরতীরের শহর জেদ্দাকে ইসলামের সবচেয়ে পবিত্র দুটি নগরী মক্কা ও মদীনার সঙ্গে যুক্ত করেছে।

৭৩০ কোটি মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এই রেলপথে ২০১৮ সাল থেকে ট্রেন চলাচল শুরু হয়।