মেক্সিকোয় রোলারকোস্টারের বগি ছিঁড়ে ২ জনের মৃত্যু

মেক্সিকোর একটি বিনোদন পার্কে একটি রোলারকোস্টার চলার সময় পেছনের বগি ছিঁড়ে পড়ে অন্তত দুই জনের মৃত্যু এবং দুই জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2019, 02:21 PM
Updated : 29 Sept 2019, 02:21 PM

বিবিসি জানায়, রাজধানী মেক্সিকো সিটির ‘লা ফেরিয়া চাপুলতেপেক’ পার্কে শনিবার ওই দুর্ঘটনা পর সেটি বন্ধ করে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীদের একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “অন্যান্য দিনের মতই রোলারকোস্টারটি চলছিল এবং রাইড শেষের দিকে ছিল। হঠাৎ করেই শেষের বগিটি ছিঁড়ে পড়ে।”

 কী কারণে ওই ‍দুর্ঘটনা ঘটেছে তা খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় নাগরিক নিরাপত্তা সংস্থার কর্মকর্তা মারিয়াম উরজুনা বলেন, “এ ঘটনার তদন্তভার এখন প্রশাসনের হাতে এবং প্রশাসন এরই মধ্যে তদন্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে।”

সেখানে ঠিক কী ঘটেছিল এবং তার দায় আসলে কার তারা সেটা খুঁজে বের করবে।

পার্ক কর্তৃপক্ষ ‘ভয়ঙ্কর এই ‍দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন’ এবং তদন্তে দুর্ঘটনার কারণ যাই বেরিয়ে আসুক তা প্রকাশ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন।