ইউক্রেইন সংক্রান্ত কাগজপত্র হাজিরে পম্পেওকে তলব

ইউক্রেইনের সঙ্গে মার্কিন প্রশাসনের যোগাযোগ সংক্রান্ত কাগজপত্র নিয়ে উপস্থিত হতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে তলব করেছে দেশটির প্রতিনিধি পরিষদের তিনটি কমিটি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2019, 07:56 AM
Updated : 28 Sept 2019, 07:56 AM

এক চিঠিতে কমিটি তিনটির ডেমোক্রেট প্রধানরা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে এক সপ্তাহের মধ্যে হাজিরা দিতে বলেছেন বলে জানিয়েছে বিবিসি।

দেশটির প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিরোধীদের অভিশংসন প্রচেষ্টার মধ্যেই প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র, গোয়েন্দা ও নজরদারি বিষয়ক কমিটি এ পদক্ষেপ নিল।

জুলাইয়ে ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে তদন্তে চাপ দিয়েছিলেন বলে অভিযোগের সূত্র ধরে ডেমোক্র্যাটরা এই অভিশংসনের প্রস্তাব এনেছে।

আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে চাওয়া ডেমোক্রেট মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে জনমত জরিপে বাইডেনের এগিয়ে থাকার চিত্র মিলেছে।

সম্ভাব্য প্রতিপক্ষকে ঘায়েল করতেই ট্রাম্প জেলেনস্কিকে চাপ দিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

জুলাইয়ের ওই ফোনালাপের কয়েকদিন আগে আগে ট্রাম্প ইউক্রেইনে মার্কিন ৪০ কোটি ডলারের সামরিক সহায়তাও আটকে দিয়েছিলেন।

বিরোধীদের অভিযোগ, দরকষাকষির অংশ হিসেবেই মার্কিন প্রেসিডেন্ট ওই সহায়তা আটকে দিয়েছিলেন।

ট্রাম্প এ অভিযোগ অস্বীকার করেছেন।

দুই প্রেসিডেন্টের জুলাইয়ের ফোনালাপ হোয়াইট হাউস 'গোপন করতে চেয়েছিল' বলেও দাবি করেছেন এক হুইসেলব্লোয়ারের।

পরে অবশ্য ওই ফোনালাপের সারসংক্ষেপ প্রকাশিত হয়।

এর মধ্যে শুক্রবার ইউক্রেইনে মার্কিন বিশেষ দূত কুর্ট ভোলকারের পদত্যাগের খবরও দিয়েছে মার্কিন গণমাধ্যম।

বিবিসি জানিয়েছে, মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের তিন কমিটির প্রধান এলিয়ট এঞ্জেল, অ্যাডাম স্কিফ ও এলিজা কামিংসের লেখা চিঠিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে তলবের কারণ হিসেবে কয়েকবার চাওয়ার পরও পম্পেওর ইউক্রেইন সংক্রান্ত কাগজপত্র দিতে ব্যর্থ হওয়াকে উল্লেখ করা হয়েছে।

তিন কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে ভোলকার এবং ইউক্রেইনে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মেরি ইয়োভানোবিচসহ পাঁচ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

তলবের বিষয়ে তাৎক্ষণিকভাবে পম্পেওর কোনো মন্তব্য জানা যায়নি বলে জানিয়েছে বিবিসি।