ইরানের বন্দর ছাড়ল আটক হওয়া ব্রিটিশ ট্যাংকার

২ মাসের বেশি সময় আটক থাকার পর অবশেষে ইরানের বন্দর আব্বাস ছেড়ে দুবাই রওনা হয়েছে ব্রিটিশ পতাকাবাহী তেল ট্যাংকার স্টেনা ইম্পেরো।

>>রয়টার্স
Published : 27 Sept 2019, 12:53 PM
Updated : 27 Sept 2019, 12:53 PM

ট্যাংকারটির সুইডশ মালিক স্টেনা বাল্ক জানিয়েছে, শুক্রবার সকালে ইরানের বন্দর আব্বাস পোর্ট ছেড়েছে স্টেনা ইম্পেরো। জুলাই মাসে আটক হওয়ার পর থেকে ট্যাংকারটি এ বন্দরেই নোঙর করা ছিল।

জিব্রাল্টার যুক্তরাজ্যর সহায়তায় ইরানের একটি ট্যাংকার আটক করার দুই সপ্তাহ পর সমুদ্র আইন লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালী থেকে স্টেনা ইম্পেরোকে আটক করেছিল ইরানের বিপ্লবী গার্ড বাহিনী।

যুক্তরাজ্য গত আগস্টে ইরানের ট্যাংকারটি ছেড়ে দেয়। এরপরও ইরান এতদিন ব্রিটিশ ট্যাংকারটিকে আটকে রেখেছিল।

স্টেনা ইম্পেরো যাত্রা শুরুর পর স্টেনা বাল্ক সিইও এরিক হানেল রয়টার্সকে একটি টেক্সট বার্তায় বলেন, এটি আন্তর্জাতিক জলসীমায় পৌঁছেছে। আর জাহাজটির সব ক্রুও নিরাপদে আছে বলে তারা জানতে পেরেছেন।

এরিক জানান, ট্যাংকারটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পৌঁছানোর পর ক্রুরা বাড়ি ফেরার আগে তাদের স্বাস্থ্যপরীক্ষা করা হবে। ইরান ট্যাংকারটির ২৩ ক্রুর ৭ জনকে এ মাসের শুরুতেই মুক্তি দিয়েছিল।