ইরানি কর্মকর্তা-পরিবারের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করছেন ট্রাম্প

ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার পদক্ষেপ নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 26 Sept 2019, 01:40 PM
Updated : 26 Sept 2019, 01:40 PM

অভিবাসী কিংবা অনভিবাসী কোনোভাবেই তাদেরকে যুক্তরাষ্ট্রে ঢুকতে না দেওয়ার এখতিয়ার বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়কে দিয়েছেন ট্রাম্প।

এক ঘোষণাপত্রে একথা জানিয়েছে হোয়াইট হাউজ। এ ঘোষণাপত্রে বারবার ইরানের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ, আমেরিকান নাগরিকদেরকে ইচ্ছাকৃতভাবে আটক করা, প্রতিবেশীদের হুমকি দেওয়া এবং সাইবার হামলা চালানোর অভিযোগ করা হয়েছে।

ঘোষণাপত্রে ট্রাম্প বলেছেন, “ইরানের এমন আচরণ মধ্যপ্রাচ্য এবং এর বাইরেও শান্তি ও স্থিতিশীলতায় হুমকি হওয়ায় আমি যুক্তরাষ্ট্রের স্বার্থেই ইরানের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের অভিবাসী কিংবা অনভিবাসী হিসাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে কড়াকড়ি করা এবং তা বন্ধ রাখার ব্যবস্থা করার দৃঢ়সঙ্কল্প নিয়েছি।”

ইরানের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের ব্যাপারে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।