রান্নাঘরের দেয়ালে মিলল ৬০ লাখ পাউন্ডের হারানো চিত্রকর্ম

ফ্রান্সের রাজধানী প্যারিস উপকণ্ঠে এক বৃদ্ধার রান্নাঘরে চুলার উপরের দেয়ালে অবহেলায় ঝুলছিল একটি চিত্রকর্ম। পরে জানা গেল, চিত্রকর্মটি ইতালীয় রেঁনেসা আমলের শিল্পী চিমাবুয়ের আঁকা একটি মাস্টারপিস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2019, 01:04 PM
Updated : 24 Sept 2019, 03:42 PM

আর্ট এক্সপার্টরা জানান, ‘ক্রাইস্ট মকড’ নামে ওই ছবিটি দীর্ঘদিন ধরে নিখোঁজ ছিল। এটি ত্রয়োদশ শতাব্দীর শেষদিকে চিমাবুয়ের আাঁকা চিত্রকর্মগুলোর একটি।

আগামী ২৭ অক্টোবর ফ্রান্সে চিত্রকর্মটি নিলামে তোলা হবে এবং সেটির দাম ৬০ লাখ পাউন্ড ছাড়িয়ে যাবে বলে আশা তাদের।

ফ্রান্সের উত্তরের শহর কম্পিয়েনের বাসিন্দা ওই বৃদ্ধার বিশ্বাস ছিল চিত্রকর্মটি পুরাতন আমলের কোনো ধর্মীয় প্রতীক।

‘ছবিটি আসল’ এবং এটা নিয়ে তাদের মনে ‘কোনো সন্দেহ’ নেই বলেও জানান বিশেষজ্ঞরা।

কারণ, আসল-নকল যাচাই করার সব ধরণের পরীক্ষা করা পর তারা বুঝতে পেরেছেন, এটি ইতালীয় শিল্পি চিমাবুয়ের আঁকা। যিনি চেন্নি দ্য পেপো নামেও পরিচিত।

ফ্রান্সের একটি পত্রিকাকে আর্ট এক্সপার্ট এরিক তুরকুইন বলেন, “একই হাত দিয়ে এই ছবিটিও আঁকা হয়েছে।”

চিমাবুয়ের চিত্রকর্মে ‘বাইজেন্টিয়ান আর্টের’ বিস্তৃত প্রভাব রয়েছে। তিনি পপলার কাঠের তৈরি প্যানেলে ছবি আঁকতেন এবং ছবির ব্যাকগ্রাউন্ডে সোনালি রঙ ব্যবহার করতেন। এ ছবিটিও তাই।

চিমাবুয়ের একই ধরনের কিছু ছবি লন্ডনের ন্যাশনাল গ্যালারি এবং নিউ ইয়র্কের ফ্রিক কালেকশনে সংরক্ষিত আছে।