মহারাষ্ট্র ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণা

ভারতের দুই রাজ্য মহারাষ্ট্র ও হরিয়ানায় আগামী ২১ অক্টোবর বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। এক দিনেই ভোট গ্রহণ শেষ করে আগামী ২৪ অক্টোবর ফলাফল ঘোষণার তারিখ নির্ধারিত হয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Sept 2019, 09:08 AM
Updated : 21 Sept 2019, 09:09 AM

শনিবার ভারতের নির্বাচন কমিশন এ ঘোষণা দেয় বলে জানায় এনডিটিভি।

মনোনয়পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৪ অক্টোবর এবং প্রত্যাহারের শেষ তারিখ ৭ অক্টোবর।

ভারতের সর্বশেষ জাতীয় নির্বাচনের পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে।

হরিয়ানার বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হয়ে আগামী ২ নভেম্বর, মহারাষ্ট্রের ৯ নভেম্বর। দুই রাজ্যে মোট ভোটার সংখ্যা যথাক্রমে এক কোটি ৮২ লাখ এবং আট কোটি ৯ লাখ।

সর্বশেষ জাতীয় নির্বাচনে হরিয়ানার ৯০টি আসনের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি ৪৭টি, প্রধান বিরোধী দল কংগ্রেস ১৫টি এবং ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল (আইএনএলডি) ১৯টি আসনে জয়লাভ করেছে।

মহারাষ্ট্রে বিজেপি ও তাদের মিত্র দল শিবসেনার একচ্ছত্র আধিপত্য। বিধানসভার ২৮৮টি আসনের মধ্যে ২০১৪ সালে আলাদাভাবে নির্বাচনে লড়ে বিজেপি ১২২টি এবং শিবসেনা ৬৩টি আসন জেতে। এছাড়া কংগ্রেস ৪২টি এবং শরদ পাওয়ারের দল এনসিপি ৪১টি আসনে জিতেছিল।