আফগান যুদ্ধে বেসামরিক মৃত্যু ঠেকানোর প্রতিশ্রুতি ঘানির

আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা ঠেকানোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

>>রয়টার্স
Published : 20 Sept 2019, 04:59 PM
Updated : 20 Sept 2019, 04:59 PM

পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে যুক্তরাষ্ট্রের চালক বিহীন বিমান (ড্রোন) হামলায় অন্তত ৩০ জন নিহত হওয়ার একদিন পর শুক্রবার ঘানি এ প্রতিশ্রুতি দিলেন।

নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে এক নির্বাচনী সমাবেশের ভাষণে ঘানি এ আশ্বাস দেন।

তিনি বলেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা দেওয়ার নতুন পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। এরই মধ্যে রাতে চালানো বিভিন্ন অভিযান ও হামলার রাশ টেনে ধরতে কয়েকটি পদ্ধতি চালু করা হয়েছে। রাতের এ অভিযাগুলোতেই নিরীহ মানুষের প্রাণহানি হয় বেশি।

আফগানিস্তানে ২৮ সেপ্টেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।