আফগানিস্তানে বিমান হামলায় নিহত ৩০

যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর সহায়তায় আফগান নিরাপত্তা বাহিনীর বিমান হানায় ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত ও ৪০ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 19 Sept 2019, 11:15 AM
Updated : 19 Sept 2019, 11:15 AM

বৃহস্পতিবার কর্মকর্তারা একথা জানিয়েছেন। তিন সরকারি কর্মকর্তা রয়টার্সকে জানান, বুধবার রাতে ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের অবস্থান বিমান হামলার লক্ষ্য থাকলেও ভুল করে নানগরহার প্রদেশের খোগিয়ানি জেলায় ওয়াজির টাঙ্গির কাছে একটি খামারে হামলাটি চালানো হয়।

প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি জানিয়েছেন, ড্রোন ব্যবহার করে চালানো এ হামলায় ওই পাইন নাট খামারের ৩০ কর্মী নিহত ও ৪০ জন আহত হয়েছেন।

কাবুলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ অভিযানের কথা স্বীকার করলেও তাৎক্ষণিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেননি।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খোগিয়ানিও বিমান হামলার কথা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সরকার ঘটনাটি তদন্ত করে দেখছে। এখন পর্যন্ত পাইন নাট খামারে হামলাস্থলের কাছ থেকে নয় জনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জনান তিনি।

যুক্তরাষ্ট্রের বাহিনী তাৎক্ষনিকভাবে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি।