‘ডুবন্ত মানুষকে’ বাঁচাতে হস্তিশাবকের ছুটে আসার ভিডিও ভাইরাল

থাইল্যান্ডে হাতিদের একটি অভয়ারণ্যে এক স্বেচ্ছাসেবক ডুবে যাচ্ছে ভেবে তাকে বাঁচাতে হস্তিশাবকের পানিতে নামা এবং ছুটে গিয়ে শুড় এগিয়ে দেয়ার ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2019, 10:34 AM
Updated : 18 Sept 2019, 10:34 AM

তিন বছর আগের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রি-পোস্ট হওয়ার তিন দিনের মাথায় ৬৭ লাখ মানুষ সেটি দেখেছে বলে এনডিটিভি জানিয়েছে; কমেন্ট পড়েছে কয়েক হাজার।

২০১৬ সালে থাইল্যান্ডের এলিফ্যান্ট নেচার পার্কে পানিতে থাকা স্বেচ্ছাসেবক ডেরিক থমসনের দিকে হস্তিশাবক খাম লা’র ছুটে যাওয়ার ওই ঘটনাটি ঘটে।

স্বেচ্ছাসেবক ডেরিকের সঙ্গে খাম লা’র তখন ছিল ‘অসাধারণ ঘনিষ্ঠ সম্পর্ক’, জানিয়েছে প্রাণী এবং তাদের অধিকার নিয়ে কাজ করা মার্কিন ওয়েবসাইট ডোডো।

ভিডিওতে ডেরিক হস্তিশাবকটিকে নাম ধরে ডাকার পরপরই খাম লা’কে পানিতে নামতে এবং ‘বন্ধু’র দিকে ছুটে গিয়ে শুড় এগিয়ে দিতে দেখা গেছে।

 

অভয়ারণ্যের অন্যতম কনিষ্ঠ এ সদস্য ‘বন্ধু ডুবে যাচ্ছে’ ভেবে এমনটি করলেও ভিডিওতে ডেরিককে বিপদাপন্ন অবস্থায় দেখা যায়নি।

বন্ধুকে ‘বাঁচাতে’ হস্তিশাবকের এ ‘অনন্য চেষ্টা’ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজর কেড়ে নিয়েছে।

“হাতি, কী চমৎকার প্রাণী, দুর্দান্ত বুদ্ধিসম্পন্ন ও আদরণীয়,” বলেছেন একজন।

“ওয়াও! বিশাল শক্তিশালী এ প্রাণীটির সহমর্মিতা ও ভালোবাসার এক অনন্য সাক্ষ্য এই ভিডিও,” ভাষ্য অন্য এক ব্যবহারকারীর।