যুক্তরাজ্যের প্রাসাদ থেকে চুরি গেল সোনার কমোড

১৮ ক্যারেট সোনায় মোড়া একটি কমোড চুরি হয়ে গেছে ইংল্যান্ডে অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্রাসাদ থেকে। সেখানে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল এই কমোড।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 05:18 PM
Updated : 15 Sept 2019, 05:18 PM

শনিবার ভোরের দিকে সেখান থেকেই একটি চক্র এ কমোড চুরি করে পালায়। কমোডটির দাম ৫০ থেকে ৬০ লাখ মার্কিন ডলার বলে জানিয়েছেন প্রাসাদের প্রধান নির্বাহী ডমিনিক হেয়ার।

কমোডটি তৈরি করেছিলেন ইতালীয় শিল্পী মাউরিঝিও কাত্তেলান৷ এটি একবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল ৷ কমোডটির নামও ‘আমেরিকা’ রাখা হয় ৷ অবশেষে প্রদর্শনী থেকেই চুরি গেল সেটি ৷

চুরির ঘটনায় ৬৬ বছরের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ৷ তবে এখনো হদিস মেলেনি সোনার এ কমোডের ৷ এটির খোঁজ চলছে।