ইংল্যান্ডের ব্লেনহ্যাম প্যালেস থেকে সোনার কমোড চুরি

ইংল্যান্ডের ব্লেনহ্যাম প্রাসাদ থেকে ১৮ ক্যারেটের খাঁটি সোনার তৈরি একটি টয়লেট কমোড রাতের আঁধারে চুরি হয়ে গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Sept 2019, 02:03 PM
Updated : 14 Sept 2019, 07:28 PM

শনিবার স্থানীয় সময় ভোররাত প্রায় ৪টা ৫০ মিনিটের দিকে চোরদের একটি দল অক্সফোর্ডশায়ারের প্রাসাদটির ভিতরে ঢুকে শিল্পকর্মটি চুরি করে বলে টেমস ভ্যালি পুলিশের বরাতে জানিয়েছে বিবিসি।  

প্রাসাদ দেখতে আসাদের আমেরিকা নামে অভিহিত ওই সচল কমোডটি ব্যবহার করার আমন্ত্রণ জানানো হচ্ছিল।

চুরি হওয়ার পর থেকে কমোডটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি কিন্তু ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। চুরির ঘটনার সময় কেউ আহত হয়নি।

চোরেরা ভবনের সঙ্গে আটকানো কমোডটি খুলে নেওয়ায় ‘উল্লেখযোগ্য ক্ষতি ও পানিতে সয়লাব’ হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

বৃহস্পতিবার শুরু হওয়া ইতালির কনসেপচুয়াল শিল্পি মাউরিচিও ক্যাতেলানের একটি প্রদর্শনীর অংশ ছিল সোনার কমোডটি। 

১৮ শতাব্দিতে নির্মিত জমকালো প্রাসাদটি একটি বিশ্ব ঐতিহ্য স্থান এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের জন্মস্থান। চুরির ঘটনার পর তদন্ত চলার কারণে প্রাসাদটি বন্ধ রাখা হয়েছে।