পেনশন সংস্কার নিয়ে ধর্মঘটে অচল ফ্রান্স

ফ্রান্সে পেনসন সংস্কারের বিরুদ্ধে পরিবহন কর্মীদের ধর্মঘটে অচল হয়ে পড়েছে রাজধানী প্যারিস। বন্ধ হয়ে গেছে ১৬ টি মেট্রো লাইন। অন্যান্য সেবাও বিঘ্নিত হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2019, 02:53 PM
Updated : 13 Sept 2019, 02:53 PM

মাত্র কয়েকটি মেট্রো লাইন চালু থাকায় সেগুলোতে মানুষের ভিড় বেড়ে জটের সৃষ্টি হয়েছে। কর্মীরা অনেকেই পায়ে হেঁটে, সাইকেলে করে গন্তব্যে পৌঁছাচ্ছে কিংবা বাড়িতে থাকছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সার্বজনীন পেনশন চালুর পরিকল্পনার বিরুদ্ধে ফ্রান্সে ২০০৭ সালের পর এটিই সবচেয়ে বড় ধর্মঘট কর্মসূচি।

মেট্রো কর্মীরা ছাড়াও অন্যান্য পেশায় আইনজীবীরাসহ বিমানকর্মী এবং চিকিৎসাকর্মীরা সোমবার আরো ধর্মঘট ডেকেছে।

ম্যাক্রোর পরিকল্পিত নতুন পেনশন স্কিম চালু হলে আগেভাগে অবসর নেওয়ার অধিকার ক্ষুন্ন হবে বলে অভিযোগ মেট্রো কর্মীদের। ফ্রান্সে মেট্রো কর্মীরা গড়ে ৫৫ বছরে এবং অন্যান্য পেশার কর্মীরা ৬৩ বছরে অবসর নেয়।

নতুন পেনশন সিস্টেম চালু হলে অনেক চাকরিতেই পেনসনের বেশকিছু সুযোগ-সুবিধ আর থাকবে না। ৬৪ বছরের আগে যারা অবসর নেবেন তারা কম পেনসন পাবেন। যেমন: ৬৩ বছরে কেউ অবসর নিলে তিনি পাঁচ শতাংশ কম পেনসন পাবেন।