ভারত-নেপাল প্রথম তেল পাইপলাইন চালু

ভারত এবং নেপাল এই প্রথম যৌথভাবে আন্তঃসীমান্ত তেল সরবরাহ পাইপলাইন চালু করেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Sept 2019, 03:14 PM
Updated : 10 Sept 2019, 04:48 PM

মঙ্গলবার পাইপলাইনটি  উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।

ভারতের রাজধানী নয়াদিল্লি এবং নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে দুই প্রধানমন্ত্রী নিজ নিজ কার্যালয়ে বসে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার এ প্রথম আন্তঃদেশীয় তেল পাইপলাইন উদ্বোধন করেন।

৬৯ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন দিয়ে বিহারের মোতিহারি শহরের তেল শোধনাগার থেকে জ্বালানি তেল যাবে নেপালের আমালেখগঞ্জে।

নেপাল জ্বালানির জন্য ভারতের ওপর নির্ভরশীল। বর্তমানে ট্রাক কিংবা ট্যাংকারে করে ভারত থেকে নেপালে জ্বালানি পাঠানো হয়। এই পাইপলাইনের ফলে নেপাল ভারত থেকে কম খরচে জ্বালানি তেল আমদানি করতে পারবে।

পাইপলাইন উদ্বোধন করে টিভিতে এক ভিডিও ভাষণে ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন, এ পাইপলাইন ভারত এবং নেপালের মধ্যে বাণিজ্য এবং ট্রানজিট খাতে যোগাযোগ রক্ষার একটি প্রকৃষ্ট উদারহণ।”

মোদী এক টুইটে তেল পাইপলাইন নির্মাণ  খুবই কম সময়ে শেষ হওয়ার জন্যও আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, “প্রকল্পটি শেষ হতে নির্ধারিত  সময়ের অর্ধেক সময় লেগেছে। এর  সব কৃতিত্ব হচ্ছে নেপালের নেতৃত্ব, সরকার এবং আমাদের যৌথ প্রয়াসের।”

নেপাল অয়েল কর্পোরেশান আশা করছে, এ পাইপলাইনের ফলে জ্বালানি বহনের খরচ অনেকখানি কমবে৷ ১৯৯৬ সালে এ প্রকল্পের প্রস্তাব করা হয়েছিল৷ কিন্তু ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাঠমান্ডু সফরের পর সেটি বাস্তবায়িত হয়৷