বুরকিনা ফাসোতে দুটি হামলার ঘটনায় নিহত ২৯

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অস্থিরতা কবলিত উত্তরাঞ্চলে দুটি হামলার ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Sept 2019, 05:58 AM
Updated : 9 Sept 2019, 05:58 AM

রোববার সেখানে একটি খাদ্যবাহী গাড়িবহর ও একটি ট্রান্সপোর্ট ট্রাকে এসব হামলার ঘটনা ঘটে বলে দেশটির সরকারি বিবৃতির বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  

পৃথক বিবৃতিতে বুরকিনা ফাসো সরকার জানিয়েছে, সানমাতেঙ্গা প্রদেশে খাদ্যবাহী গাড়িবহরে ‘সন্ত্রাসী’ হামলায় ১৪ জন বেসামরিক নিহত হন এবং পেতে রাখা একটি বোমা ট্রাকটির আঘাতে বিস্ফোরিত হলে আরও ১৫ জন নিহত ও ছয় জন আহত হন।

ঘটনাস্থলে অতিরিক্ত সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় ‘গুরুত্বপূর্ণ নিরাপত্তা অভিযানের’ প্রস্তুতি চলার সময় এসব হামলা চালানো হয় বলে বিবৃতিতে বলা হয়েছে। 

এক সময় অপেক্ষাকৃত শান্ত থাকলেও গত তিন বছর ধরে দেশটিতে বিদ্রোহী তৎপরতা শুরু হয়েছে। প্রতিবেশী দেশ মালির জঙ্গিদের সহিংসতা ও অপরাধপ্রবণতা বুরকিনা ফাসোর পরিস্থিতিকেও অস্থির করে তুলছে। 

এর আগে অগাস্টে দেশটিতে বন্দুকধারীদের হামলায় ২৪ জন সৈন্য নিহত হয়েছিল।