নরওয়েতে রহস্যজনক রোগে মরছে একের পর এক কুকুর

নরওয়েতে গত কয়েকদিন ধরে রহস্যজনক রোগে একের পর এক কুকুরের মৃত্যু হচ্ছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Sept 2019, 04:17 PM
Updated : 8 Sept 2019, 04:17 PM

দেশটির খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে রোববার এ খবর দিয়েছে বিবিসি।

কর্মকর্তারা জানান, গত কয়েক দিনে দেশের নানা জায়গায় ৪০টির বেশি কুকুর অসুস্থ হয়ে পড়ে। প্রথমে সেগুলো বমি করতে থাকে, পরে পাতলা পায়খান শুরু হয়। অসুস্থ কুকুরগুলোর বেশিরভাগই মারা গেছে।

রাজধানী অসলোতে প্রথম কুকুর অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে বলেও জানান তারা। পরে আরো অন্তত ১৩টি নগরীতে একই ঘটনা ঘটতে শুরু করে।

পশু চিকিৎসা সংস্থা থেকে বলা হয়, তারা এখনো কুকুরগুলো কী রোগে অসুস্থ হয়ে পড়ছে তা নিশ্চিত হতে পারেননি। তবে কয়েকটি কুকুরের ময়নাতদন্তে তাদের শরীরে দুই ধরনের ব্যাক্টেরিয়া পাওয়া গেছে।

নরওয়ের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনআরকে ২৫টির বেশি কুকুরের মৃত্যুর খবর দিয়েছে। তবে এ বিষয়ে খাদ্য নিরাপত্তা সংস্থা থেকে কোনো মন্তব্য করা হয়নি।

নরওয়েতে একটি অনুষ্ঠানে অংশ নিতে আসা প্রতিবেশী সুইডেনের একটি কুকুরকেও একই লক্ষণ নিয়ে হাসপতালে ভার্তি করা হয়েছে বলে জানায় সুইডিশ পত্রিকা জিটি।