৭৩ বছরে জন্ম দিলেন যমজ সন্তান

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশে এক নারী ৭৩ বছর বয়সে যমজ সন্তানের জন্ম দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Sept 2019, 11:52 AM
Updated : 6 Sept 2019, 05:53 PM

ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) চিকিৎসার বদৌলতে এ বয়সে মা হলেন তিনি।

মাংগায়াম্মা ইরামতি নামের ওই নারীর চিকিৎসক উমা শঙ্কর বৃহস্পতিবার বিবিসি তেলেগু খবরে বলেছেন, “মা ও শিশু দুজনেই ভাল আছে।”

ইরামতি জানান, তিনি এবং তার স্বামী দুইজনই সবসময় সন্তান চাইতেন। কিন্তু তিনি কখনো গর্ভধারণ করতে পারেননি। মা হতে না পারার কারণে গ্রামে তাকে ‘বন্ধ্যা’ বলা হত।

“আমরা অনেক চেষ্টা করেছি। অনেক চিকিৎসক দেখিয়েছি। তাই এটি আমার জীবনের সবচেয়ে খুশির দিন।’

সন্তান লাভের আশা পূর্ণ হওয়ায় ইরামতির স্বামী সিতারাম রাজারাও (৮২) নিজেও আনন্দ প্রকাশ করেছেন। কিন্তু বাবা হওয়ার পরদিনই স্ট্রোক হওয়ায় হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

এর আগে ২০১৬ সালে দালজিনদার কাউর নামের আরেক ভারতীয় নারী ৭০ বছর বয়সে ছেলে সন্তানের জন্ম দিয়েছিলেন।