মিয়ানমারে রানওয়ে থেকে ছিটকে গেল সামরিক বিমান, ফ্লাইটে বিলম্ব

মিয়ানমারের ইয়াংগন আন্তর্জাতিক বিমানবন্দরে ওয়াই-৮ সামরিক বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ার  ঘটনায় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 03:29 PM
Updated : 5 Sept 2019, 03:29 PM

বিমানটির ইঞ্জিন বিকল হয়ে বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন।

ইরাবতী পত্রিকাকে তিনি বলেন, “বিমানটি প্রশিক্ষণের জন্য উড্ডয়নের সময় বাম দিকের ইঞ্জিন বিকল হয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে।”

দুপুর ২ টা পর্যন্ত বন্ধ রাখা হয় চীন, মালয়েশিয়া থাইল্যান্ড, সিঙ্গাপুর থেকে আসা প্রায় ১০ টি ফ্লাইট।

ওই ঘটনার পর বিমানবন্দরের কার্যক্রম কিছু সময়ের জন্য বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবহন ও যোগাযোগ মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইউ ইয়ে হতুত অং।

তবে বিমানবন্দরে আসার ফ্লাইটগুলো বন্ধ রাখা হলেও বিমানবন্দর ছেড়ে যাওয়ার ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই চলছে বলে জানিয়েছেন এক কর্মকর্তা।