ভারতে জ্বালানি উৎপাদনকেন্দ্রে অগ্নিকাণ্ডে নিহত ৪

ভারতের মুম্বাই শহরের কাছে রাষ্ট্রায়ত্ত জ্বালানি উৎপাদনকেন্দ্রে বড় ধরনের অগ্নিকাণ্ডে চার জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Sept 2019, 07:16 AM
Updated : 3 Sept 2019, 03:49 PM

মঙ্গলবার সকালে মুম্বাই থেকে ৪৫ কিলোমিটার দূরে উরানে অয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস করপোরেশনের (ওএনজিসি) প্লান্টটিতে আগুন লাগে বলে জানিয়েছে এনডিটিভি।

নভি মুম্বাই এলাকার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা অশোক দুদে বার্তা সংস্থা বলেন, এঘটনায় প্লান্টের এক কর্মী ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের (সিআইএসএফ) তিন সদস্যের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডে আরও তিন জন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্লান্টঘিরে প্রায় কিলোমিটার এলাকায় নিরাপত্তাবেষ্টনী দিয়েছে পুলিশ। অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এক টুইটে ওএনজিসি বলেছে, তেল-গ্যাস প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রটির ‘স্টর্ম ওয়াটার’ ড্রেনে আগুন লাগে। এতে তেল প্রক্রিয়াকরণে কোনো ব্যঘাত ঘটেনি।

আগুন লাগার পর প্লান্টটির গ্যাস গতিমুখ বদলে ৩৩০ কিলোমিটার দূরে গুজরাটের হাজিরা প্লান্টে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ভারতে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে বড় কোম্পানি ওএনজিসি।