২৫ মিনিট লিফটে আটকা পোপ, উদ্ধার করল দমকল বাহিনী

বৈদ্যুতিক গোলযোগের কারণে প্রায় ২৫ মিনিট ধরে লিফটে আটকে থাকতে হয়েছে ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে।

>>রয়টার্স
Published : 1 Sept 2019, 01:30 PM
Updated : 1 Sept 2019, 05:10 PM

রোববার ভ্যাটিকান সিটিতে তিনি এমন পরিস্থিতিতে পড়েন।পরে দমকল বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে।

লিফটে আটকা পড়র কারণে সেন্ট পিটার্স স্কয়ারে পূর্বনির্ধারিত ভাষণ অনুষ্ঠানে যেতে দেরি হয়ে যায় পোপের। নির্ধারিত সময়ের পরে পৌঁছে ১০ মিনিট দেরিতে ভাষণ দেন পোপ।

এ সময় দেরি হওয়ার জন্য উপস্থিত লোকজনের কাছে ক্ষমা চেয়ে পোপ ফ্রান্সিস বলেন, 'আমি আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী'।

ভাষণের শুরুতেই এ ক্ষমা চাওয়া কারণও ব্যাখা করেন তিনি। তখনই পোপ জানান, ভ্যাটিকানে বৈদ্যুতিক গোলযোগের কারণে তিনি একটি লিফটে আটকা পড়েছিলেন। অগ্নিনির্বাপক বাহিনী তাকে উদ্ধার করেছে।

ভাষণে সমবেত জনতাকে জোরে হাততালি দিয়ে উদ্ধার কাজের জন্য দমকল বাহিনীকে ধন্যবাদ জানানোরও আহ্বান জানান পোপ ফ্রান্সিস।