রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অরুন জেটলির, চোখের পানিতে বিদায়

ভারতের প্রয়াত সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য সম্পন্ন হয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায়। চোখের পানিতে তাকে শেষশ্রদ্ধায় বিদায় জানিয়েছে পরিবার বন্ধুবান্ধব ও রাজনীতিবিদরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 11:16 AM
Updated : 25 August 2019, 11:16 AM

রোববার দিল্লির নিগমবোধ ঘাটে তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। এদিন সকালে অরুণ জেটলির লাশ নিয়ে যাওয়া হয়েছিল দলের সদর দফতরে।

সেখানে তাকে শেষশ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে সাজানো গাড়িতে করে এবং 'জেটলি জি অমর রহে' স্লোগান দিয়ে তার দেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। শেষকৃত্য শুরুর সময়ই দেওয়া হয় তোপধ্বনি।

শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এ বর্ষীয়ান নেতার জীবনাবসান হয়। নরেন্দ্র মোদীর বিগত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।

পাঁচ বছর অর্থ ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে নিজেই মোদীর এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। একই কারণে নির্বাচনও করেননি।

প্রচণ্ড শ্বাসকষ্ট  হওয়ায় গত ৯ অগাস্ট নয়া দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল অরুণ জেটলিকে।

গত বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন হয়েছিল। তারপর থেকে তিনি অসুস্থতার মধ্য দিয়েই চলছিলেন।

হাসপাতালে ভর্তির পর থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন। এআইআইএমএস শনিবার এক বিবৃতিতে তার মৃত্যুর খবর জানায়।