সিরিয়ায় ইরানি বাহিনীর ওপর ইসরায়েলের হামলা

সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানি বাহিনীর ওপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 August 2019, 04:07 AM
Updated : 25 August 2019, 04:08 AM

শনিবার রাতে সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী দামেস্কের আকাশে ‘শত্রু লক্ষ্যবস্তু’ প্রতিরোধ করেছে বলে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা আকাশে বিস্ফোরণ হতে দেখেছেন ও শব্দ শুনেছেন।

দামেস্কের দক্ষিণের এলাকাগুলোর দিকে ইঙ্গিত করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএএনএ বলেছে, “আগ্রাসন চলছে, বিমান প্রতিরক্ষা বাহিনী শত্রু লক্ষ্যবস্তুর মোকাবেলা করছে এবং তাদের অধিকাংশগুলোকে দক্ষিণাঞ্চলে ভূপাতিত করেছে।” 

এক বিবৃতিতে সিরিয়ার সেনাবাহিনী বলেছে, “লক্ষ্যে পৌঁছানোর আগেই ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের বড় অংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে।”

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, “গত কয়েকদিন ধরে সিরিয়ার ভিতর থেকে বিভিন্ন ইসরায়েলি লক্ষ্যে আগাম হামলার পরিকল্পনার প্রস্তুতি নেওয়ায় ইরানি কুদস বাহিনীর সক্রিয় অংশ ও শিয়া মিলিশিয়াদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে।”

অভিজাত কুদস বাহিনী ইরানের রেভোলুশনারি গার্ডের (আইআরজিসি) বিদেশি শাখা বলে জানিয়েছে রয়টার্স। 

এই বাহিনীগুলো বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরক সজ্জিত ‘কিলার ড্রোন’ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলো বলে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন। 

ইসরায়েলি হামলার আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

ইরানের হামলার পরিকল্পনা ইসরায়েলি সামরিক বাহিনী আগেই টের পেয়েছিলো বলে এক টুইটে জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।