আইএস এর বিরুদ্ধে অন্য দেশগুলোরও লড়া প্রয়োজন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, অন্যান্য দেশগুলোরও জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়া দরকার। এক্ষেত্রে রাশিয়া, পাকিস্তান, ইরাক এবং ইরানের মত দেশগুলোর নাম উল্লেখ করেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 August 2019, 02:13 PM
Updated : 22 August 2019, 02:13 PM

এ বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্র সমর্থিত বাহিনী সিরিয়ায় আইএস এর নিয়ন্ত্রণে থাকা ভূখন্ড পুনরায় দখলে নিলেও তখন থেকেই ইরাক এবং সিরিয়ায় জঙ্গি গোষ্ঠীটির পুনরায় শক্তি সঞ্চয় করা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “একটি সময়ে রাশিয়া, আফগানিস্তান, ইরান, ইরাক, তুরস্ককে লড়াইয়ে যেতেই হবে।” ভারতেরও এ লড়াইয়ে সামিল হওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, “এ বিভিন্ন দেশগুলোর আশেপাশেই আছে আইএস...সবাইকেই লড়তে হবে।” আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘আরো ১৯ বছর’ লড়তে চায় না বলেও জানান ট্রাম্প।