সৌদি আরব থেকে বিপুল অর্থ পেয়েছিলেন ওমর আল-বশির

বিচারের কাঠগড়ায় দাঁড়ানো সুদানের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ওমর আল বশির সৌদি আরব থেকে কোটি কোটি ডলার পাওয়ার কথা স্বীকার করেছেন বলে আদালতকে জানিয়েছেন এক গোয়েন্দা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2019, 03:45 PM
Updated : 19 August 2019, 03:45 PM

গোয়েন্দা পুলিশ আহমেদ আলি মোহাম্মদ আদালতে বলেন, বশির সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কাছ থেকে ২ কোটি ২৫ লাখ ডলার পাওয়ার কথা স্বীকার করেছেন। তাছাড়াও সৌদি আরব থেকে বশির পেয়েছেন অন্যান্য আরো অর্থ।

তবে বশিরের আইনজীবী আহমেদ ইব্রাহিম বলেছেন, “বশিরের এমন অবৈধভাবে অর্থ পাওয়ার অভিযোগের কোনো তথ্য-প্রমাণ নেই।”

দুর্নীতির অভিযোগে সুদানের রাজধানী খার্তুমের আদালতে বিচার শুরু হয়েছে ওমর আল-বশিরের। সোমবার সামরিক গাড়িবহরে করে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে আদালতকক্ষে হাজির করা হয়।

বশিরের বিরুদ্ধে অবৈধভাবে নিজের কাছে বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা রাখা, উপঢৌকন নেওয়া এবং দুর্নীতির অভিযোগ আছে।

গত জুনে বশিরের বাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি মুদ্রার খনি পাওয়া যায় বলে জানিয়েছিলেন কৌসুলিরা। তবে বশিরের আইনজীবীরা এসব অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন।

সুদানে কয়েকমাসের বিক্ষোভের পর এপ্রিলে ক্ষমতাচ্যুত হন ওমর আল বশির। এর মধ্য দিয়ে অবসান ঘটে তার প্রায় ৩০ বছরের শাসনের।

বিচারের জন্য জুলাইয়েই বশিরের আদালতে হাজির হওয়ার কথা থাকলেও নিরাপত্তজনিত কারণে তার বিচারের দিন পিছিয়ে দেওয়া হয়।