আফগানিস্তানে স্বাধীনতা দিবসে সিরিজ বোমা হামলা

স্বাধীনতার একশ বছর উদযাপনের ‍দিন আফগানিস্তানের পূর্বের নগরী জালালাবাদে বাজার ও রেস্তোরাঁসহ ১০ জায়গায় বোমা বিস্ফোরণে অন্তত ৬৬ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 19 August 2019, 02:13 PM
Updated : 19 August 2019, 02:51 PM

এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইসলামিক স্টেট (আইএস) এবং তালেবান উভয়ই সেখানে সক্রিয়।

মাত্র দুই দিন আগে রাজধানী কাবুলে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলায় ৬৩ জন নিহত এবং ১৮০ জন আহত হন। যার দায় স্বীকার করেছে আইএস।

সোমবার আফগানিস্তানের স্বাধীনতা দিবসের দিন সরকারি ছুটি ছিল।

এছাড়া, স্বাধীনতা দিবস উপলক্ষে নানা অনুষ্ঠান আয়োজনও করা হয়েছিল। অনুষ্ঠান শেষে শতাধিক মানুষ জালালাবাদের একটি বাজারের কাছে জড়ো হলে সেখানে কয়েকটি বোমা বিস্ফোরিত হয়।

সেখানে দোকানী গুলাম মোহাম্মদ বলেন, বিস্ফোরণে তার দুই ছেলে এবং এক ভাতিজা আহত হয়েছে।

পূর্বের প্রদেশ লাঘমানের রাজধানী মেহত্রালামেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জঙ্গিরা রকেট হামলা চালালে ছয় বেসামরিক নাগরিক আহত হন।

স্বাধীনতা দিবসের বক্তৃতায় আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি আন্তর্জাতিক সম্প্রদায়কে জঙ্গি ঘাঁটি ধ্বংসে তাদের পাশে দাঁড়ানো আহ্বান জানান।