সেরা কনস্টেবল হওয়ার ১ দিনের মাথায় ঘুষসহ ধরা

ভারতের তেলেঙ্গানায় ‘সেরা কনস্টেবল’র পুরস্কার পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ঘুষ নিতে গিয়ে পাল্লে তিরুপতি রেড্ডি হাতেনাতে ধরা পড়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2019, 12:21 PM
Updated : 17 August 2019, 12:45 PM

এনডিটিভি জানায়, মাহবুবনগরের আই-টাউন পুলিশ স্টেশনে দায়িত্বরত তিরুপতি ১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসে সেরা কন্সটেবলের পুরস্কার গ্রহণ করেন।

তার পরদিন শুক্রবার দুর্নীতি-দমন ব্যুরো (এসিবি) ১৭ হাজার রুপি নগদ অর্থসহ তিরুপতিকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে অভিযোগ, ওই অর্থের বিনিময়ে তিনি এক ব্যক্তির বিরুদ্ধে মামলা নথিভূক্ত করেননি।

মূলত বালু ব্যবসায়ী রমেশ নামের এক ব্যক্তি তিরুপতির বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ করেছিলেন। তার অভিযোগ, বালু পরিবহনের যথাযথ অনুমতিপত্র থাকার পরও দিনের পর দিন তিরুপতি তার কাছ থেকে ঘুষ দাবি করে আসছেন।

এরআগে গত মাসে এক তহশিলদারের বাড়ি থেকে এসিবি কর্মকর্তারা প্রায় ৯৪ লাখ রুপি নগদ এবং চারশ গ্রাম সোনার গহনা জব্দ করেন। অথচ দুই বছর আগে ওই ব্যক্তি রাজ্যের ‘সেরা তহশিলদার’ পুরস্কার পেয়েছিলেন।