স্ত্রীকে তিন তালাক দেওয়ায় ভারতে প্রথম একজন গ্রেপ্তার

স্ত্রীকে ডিভোর্স দিতে তিন তালাক দেওয়ায় ভারতে সদ্য পাস হওয়া নতুন আইনে প্রথম একজন গ্রেপ্তার হয়েছেন কেরালায়।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 August 2019, 05:34 PM
Updated : 16 August 2019, 05:34 PM

এনডিটিভি জানায়, রাজ্যটির কোঝিকোড় থেকে শুক্রবার ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম ইকে উসমান।

গত  জুলাইয়ে ভারতের পার্লামেন্টে তিন তালাক বিল পাস হওয়ার পর মুসলিম নারী বিবাহ সুরক্ষা আইন ২০১৯-এর ৩ ও ৪ ধারায় উসমানকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ১ অগাস্টে স্ত্রীকে তিন তালাক দেন ইকে উসমান। তার স্ত্রী এরপর আদালতের শরণাপন্ন হলে অভিযুক্তকে গ্রেপ্তারের নির্দেশ দেন বিচারক।

পরে উসমানকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। তিন তালাক বিরোধী নতুন আইনে দোষী সাব্যস্ত হলে অভিযুক্তের তিন বছর জেল হবে। সেইসঙ্গে  দিতে হবে জরিমানাও।