শক্তিশালী টাইফুন ক্রোসার কবলে জাপান

শক্তিশালী টাইফুন ক্রোসার কবলে পড়েছে জাপান। পশ্চিমের প্রদেশগুলোতে প্রচুর বৃষ্টি হচ্ছে। বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া। ইতোমধ্যে ১ জনের প্রাণহানি এবং ২৩ জন আহত হয়েছে।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 August 2019, 10:15 AM
Updated : 15 August 2019, 10:15 AM

ভূমিধসের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে ৪ লাখ অধিবাসীকে। বাতিল করা হয়েছে ৭৬১ টি স্থানীয় ও আন্তজার্তিক ফ্লাইট। বন্ধ ট্রেন  ও বাস যোগাযোগ ব্যবস্থাও।

জাপানের আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার স্থানীয় সাংবাদিকদের বলেন, দুপুরে হিরোশিমায় এলাকায় তাণ্ডব ঘটায় ক্রোসা। পরে তা উত্তর পশ্চিমাঞ্চলের কিয়োশু, শিকাকু, কিনকি, ইয়ামাগুচি প্রদেশের দিকে অগ্রসর হয়।

দপ্তরটি আরো জানায়, এরই মধ্যে ৬০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে তা ১২শ মিলিমিটারের বেশি হবে।

বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে সবাইকে সতর্কভাবে চলতে বলা হয়েছে।

এদিকে সকাল থেকে ওসাকা স্টেশন থেকে ছেড়ে আসা জাপানের সবচেয়ে দ্রুত গতি সম্পন্ন ট্রেন শিনকানসেন যাত্রা স্থগিত করেছে। 

কর্মকর্তারা আরো বলেন, আমরা ইতিমধ্যে ফুকোওয়াকা, সাগা, ওতা, কাগুশিমা, টকুশিমা, ইমাগুচি ও হিরোশিমা প্রদেশে সতর্কতা জারি করেছি।