রাশিয়ায় রকেট পরীক্ষাকেন্দ্রে দুর্ঘটনার পর তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ছে

রাশিয়ায় নৌবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষাকেন্দ্রে রকেট বিস্ফোরণের পর সেভেরোদভিনস্ক শহরে তেজস্ক্রিয়তার মাত্রা ৪ থেকে ১৬ গুণ বেড়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় আবহওয়া সংস্থা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 06:58 PM
Updated : 13 August 2019, 06:58 PM

গত বৃহস্পতিবার নিওনক্সার ওই কেন্দ্রে লিকুইড প্রপেলেন্ট রকেট ইঞ্জিনের পরীক্ষা চালানোর সময় এ দুর্ঘটনায় ৫ জন নিহত হয়।  কেন্দ্রটিতে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও বিমানবিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ রুশ নৌবাহিনীর ব্যবহৃত প্রায় সব ক্ষেপণাস্ত্রেরই পরীক্ষা হয়ে থাকে।

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রণালয় দুর্ঘটনার পর প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তার মাত্রা স্বাভাবিক পর্যায়ে আছে বলে জানিয়েছিল। তবে নগর কর্তৃপক্ষ তেজস্ক্রিয়তার মাত্রা সামান্য বেড়েছে বলে জানিয়েছিল।

এখন তেজস্ক্রিয়তার মাত্রা ১৬ গুণ পর্যন্ত বেড়ে যাওয়ার খবর মঙ্গলবার জানাল রাশিয়ার রাষ্ট্রীয় আবহাওয়া সংস্থা। তবে পরিবেশবাদী গ্রুপ গ্রিনপিস তেজস্ক্রিয়তার মাত্রা ২০ গুণ বেড়েছে বলে দাবি করেছে।

বৃহস্পতিবারের ওই দুর্ঘটনা নিয়ে এক সপ্তাহের ব্যবধানে রাশিয়ার সামরিক বাহিনী দুটি দুর্ঘটনা প্রত্যক্ষ করেছে।