সিডনিতে ছুরি হামলায় নারী আহত, গ্রেপ্তার ১

অস্ট্রেলিয়ার সিডনিতে ছুরিকাঘাতে এক নারীর আহত হওয়ার খবর দিয়েছে দেশটির পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 August 2019, 07:11 AM
Updated : 13 August 2019, 07:29 AM

মঙ্গলবার সিডনির কেন্দ্রস্থলে হামলাকারী ব্যক্তি ছুরি দিয়ে আরও অনেককে আঘাত করার চেষ্টা করলেও পথচারীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় বলে বিবিসি জানিয়েছে।   

“সৌভাগ্যক্রমে ওই হামলাগুলো ব্যর্থ হয়েছে,” বলেছেন নিউ সাউথ ওয়েলস পুলিশের সুপারিনটেন্ডেন্ট গ্যাভিন উড।

আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা স্থিতিশীল।

অনলাইনে ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে; এতে সিডনির কেন্দ্রস্থলে এক ব্যক্তিকে ছুরি হাতে দৌড়াতে এবং পরে পথচারীদের তাকে বাধা দিতে ও মাটিতে ফেলে দিতে দেখা গেছে বলে জানিয়েছে বিবিসি।  

কয়েকটি ছবিতে হামলাকারীকে চেয়ার ও দুধ রাখার বাক্সের সঙ্গে বেঁধে রাখতেও দেখা গেছে।

ছুরি হামলায় আহত নারীকে একটি হোটেলের ভেতর থেকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সুপারিনটেন্ডেন্ট উড।

তাৎক্ষণিকভাবে পুলিশ জনসাধারণকে ক্লারেন্স স্ট্রিট ও কিং স্ট্রিট এড়িয়ে চলতে পরামর্শ দিলেও কয়েক ঘণ্টা পর সেই সতর্কতা তুলে নেয়।

হামলাকারীর নাম পরিচয় জানা যায়নি। হামলার উদ্দেশ্য সম্পর্কেও পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।