হংকংয়ে সরকারবিরোধী বিক্ষোভে পুলিশের টিয়ার গ্যাস

হংকংয়ে ফের সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সহিংস সংঘর্ষের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2019, 12:43 PM
Updated : 11 August 2019, 12:43 PM

রোববার শাম শুই পো এলাকার এ বিক্ষোভে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বিচারের জন্য চীনের মূলভূখণ্ডে বাসিন্দাদের পাঠানোর সুযোগ রেখে আইন সংশোধনের একটি বিল নিয়ে হংকংয়ে শুরু হওয়া বিক্ষোভ টানা ১০ সপ্তাহ অতিক্রম করছে।

তীব্র আন্দোলনের মুখে শহরটির প্রধান নির্বাহী ক্যারি লাম ওই বিল পাসের পরিকল্পনা স্থগিত করলেও, বিক্ষোভকারীরা সন্তুষ্ট হয়নি। তারা এখন লামেরই পদত্যাগের দাবি তুলেছে।

তিন মাসেরও বেশি সময় ধরে চলা এ আন্দোলন ও সহিংসতা-সংঘর্ষ হংকংয়ের ব্যবসা-বাণিজ্যেও বড় ধরনের প্রভাব ফেলছে।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে নিয়ন্ত্রণ নেওয়ার পর এবারই সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে বেইজিংকেও।

বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিলেও, চীন এখনও সেনাবাহিনী নামানো কিংবা অন্য কোনো পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দেয়নি।