তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত অর্ধশতাধিক

তানজানিয়ায় তেলের ট্যাঙ্কার বিস্ফোরণে অন্তত ৫৭ জন নিহত এবং আরো ৬৫ জন দগ্ধ হয়েছেন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 August 2019, 10:34 AM
Updated : 10 August 2019, 11:34 AM

বিবিসি জানায়, শনিবার বন্দর নগরী দার এস সালাম থেকে ২০০ কিলোমিটার পশ্চিমে মোরোগোরো অঞ্চলে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটেছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দুর্ঘটনাস্থলে অনেকটা জায়গা জুড়ে আগুন জ্বলতে এবং দগ্ধ মৃতদেহ মাটিতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তেলের ট্যাঙ্কারটি উল্টে যায়। তখন অনেক লোক বিভিন্ন জার ভর্তি করে সেটির তেল সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল। হঠাৎ ট্যাঙ্কারটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের সময় বহু মানুষের ভিড় থাকায় হতাহতের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা উদ্ধারকর্মীদের।

বাণিজ্য নগরী দার এস সালাম থেকে কার্গো ও তেলের ট্যাঙ্কার পরিবহনের অন্যতম পথ মোরোগোরো শহরের ভেতর দিয়ে গেছে।

প্রত্যক্ষদর্শী একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “সেখানে অবস্থা অত্যন্ত খারাপ। অনেক মানুষ মারা গেছে। ব্যস্ত সড়ক হওয়ায় তেল চুরি করছিল না এমন অনেক মানুষও মারা গেছে।”

আফ্রিকার দেশগুলোতে তেল চুরি করতে গিয়ে এ ধরনের বিস্ফোরণ এবং হতাহাতের ঘটনা প্রায়ই ঘটে।