ভারতের সঙ্গে শেষ রেল যোগাযোগও ছিন্ন করল পাকিস্তান

পাকিস্তানের লাহোর থেকে দিল্লির মধ্যে চলাচল করা সমঝোতা এক্সপ্রেস বৃহস্পতিবারই বন্ধ করার কথা ঘোষণা করেছিল পাকিস্তান। এবার তারা বন্ধ করেছে থর এক্সপ্রেসও।

>>রয়টার্স
Published : 9 August 2019, 12:10 PM
Updated : 9 August 2019, 12:10 PM

পাকিস্তানের খোকরাপার থেকে ভারতের মোনাবাও পর্যন্ত যাতায়াত করত থর এক্সপ্রেস। ভারতের সঙ্গে সংযোগরক্ষাকারী শেষ ট্রেন ছিল এটি।

শুক্রবার থর এক্সপ্রেস বাতিল করার কথা ঘোষণা করেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। সাংবাদিকদের তিনি বলেন, “আমরা থর এক্সপ্রেসও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যতক্সণ রেলমন্ত্রী আছি ততক্সণ ভারত-পাকিস্তানের মধ্যে কোনো ট্রেন চলাচল করবে না।”

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা ভারত সরকারের রদ করার প্রতিক্রিয়াতেই এ সিদ্ধান্ত পাকিস্তানের।

পাকিস্তানের এ পদক্ষেপের তীব্র নিন্দা করেছে ভারত। কাশ্মীর যে ভারতের অভ্যন্তরীণ বিষয়, সে সত্যটা এবার পাকিস্তান স্বীকার করে নিক বলে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিবৃতি দেওয়া হয়েছে।