ভারতরত্ন পেলেন প্রণব মুখার্জি, দেশমুখ, ভূপেন হাজারিকা

ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ‘ভারতরত্ন’ পেয়েছেন সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। একই সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকা ও ভারতীয় জনসঙ্ঘ নেতা নানাজি দেশমুখের স্বজনদের হাতে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 05:24 PM
Updated : 8 August 2019, 06:33 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে প্রণব মুখার্জির হাতে সম্মাননা তুলে দেন ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

অন্যদিকে, ভূপেন হাজারিকার ছেলে তেজ এবং দেশমুখের ঘনিষ্ঠ এক আত্মীয়ের হাতে মরণোত্তর এ সম্মাননা তুলে দেওয়া হয় বলে জানিয়েছে ‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ । 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ আরো অনেকে।

প্রায় চারবছর পর এ ভারতরত্ন দেওয়া হল। এর আগে সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ী এবং বেনারস হিন্দু ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মদন মোহন মালব্যকে ২০১৫ সালে ভারতরত্ন দিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার।