তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্প

তাইওয়ানের উত্তরপূর্বাঞ্চলীয় উপকূলে ৬ মাত্রার একটি ভূমিকম্পে ঘরবাড়ি কেঁপে ওঠার পর প্রায় দুই হাজার ভবন বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 08:49 AM
Updated : 8 August 2019, 08:49 AM

বৃহস্পতিবারের এ ভূমিকম্পে দ্বীপটির রাজধানী তাইপের ভবনগুলোও কেঁপে উঠেছিল বলে জানিয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রত্যক্ষদর্শী সাংবাদিক।

উত্তরপূর্বাঞ্চলীয় ইলান কাউন্টির কাছে ভূপৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে দ্বীপটির আবহাওয়া ব্যুরো।

তাৎক্ষণিকভাবে উল্লেখযোগ্য কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর হয়নি। 

ভূমিকম্পের কারণে কিছুক্ষণ বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। উত্তর তাইওয়ানের আঞ্চলিক রেলওয়ে সার্ভিসও কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়। 

ভূমিকম্পে গ্যাস ও পানি সরবরাহে বিঘ্ন ঘটার কোনো খবর পাওয়া যায়নি।

স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অচ্ছেদ্য অংশ বলে বিবেচনা করে চীন। এই দ্বীপটি দুটি টেকটোনিক প্লেটের মিলনস্থলে ভূমিকম্পপ্রবণ একটি এলাকায় অবস্থিত।

২০১৬ সালে এখানে ভূমিকম্পে শতাধিক লোক নিহত হয়েছিল। এর আগে ১৯৯৯ সালে ৭ দশমিক ৬ মাত্রার ভয়াবহ এক ভূমিকম্পে দুই হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল।