ফুকুশিমায় শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফুকুশিমা ও মিয়াগিতে ৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে।

এস এম নাদিম মাহমুদ, জাপান থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 04:04 PM
Updated : 4 August 2019, 04:04 PM

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৭ টা ২৩ মিনিটে এ কম্পন অনুভূত হয় বলে জাপানের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। তবে কোন সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আবহাওয়া অধিদপ্তর বলছে,  ফুকুশিমার সমুদ্রতট থেকে ৪৫ কিলোমিটার গভীরে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল। ফুকুশিমা,সেন্দায় ও মিয়াগি অঞ্চল জুড়ে তা অনুভূত হয়।

সপ্তাহজুড়েই ছোট-বড় ভূমিকম্প আঘাত হানতে পারে বলে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংস্থাটি।

ওদিকে, সামায়িকভাবে বিচ্ছিন্ন রয়য়েছে বিদ্যুৎ, বন্ধ রয়েছে ট্রেন । ক্ষয়ক্ষতির পরিমাণ তাক্ষণিকভাবে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন।

প্রায় সাড়ে আট বছর আগে ভয়াবহ সুনামিতে ফুকুশিমা অঞ্চলে ব্যাপক  প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছিল।

ফুকুশিমা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ২০১১ সালে যে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েছিল। তবে রোববারের এ ভূমিকম্পে এ বিদ্যুৎকেন্দ্রের তেমন কোন ক্ষতি হয়নি বলে কর্তৃপক্ষ জানিয়েছে।