উপসাগরে আরেকটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরান

কয়েকটি আরব রাষ্ট্রে জ্বালানি তেল পাচারে নিয়োজিত বলে অভিযোগ করে আরেকটি বিদেশি ট্যাংকার আটক করেছে ইরানের রেভোলুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 August 2019, 10:09 AM
Updated : 4 August 2019, 10:09 AM

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই ট্যাংকারে থাকা সাত নাবিককে আটক করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

“আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগর থেকে একটি বিদেশি তেল ট্যাংকার জব্দ করেছে, এটি কয়েকটি আরব দেশে জ্বালানি পাচার করছিল,” আইআরজিসির কমান্ডার রামেজান জিরাহি এমনটি বলেছেন বলে উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাষ্ট্রীয় টেলিভিশন।

“ট্যাংকারটি সাত লাখ লিটার জ্বালানি বহন করছিল। এতে সাত জন নাবিক আছেন, তারা বিভিন্ন দেশের নাগরিক, তাদের আটক করা হয়েছে।”

গত মাসে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী থেকে সামুদ্রিক আইন লঙ্ঘনের অভিযোগে একটি ব্রিটিশ ট্যাংকর জব্দ করে ইরান। এরপর দ্বিতীয় আরেকটি ব্রিটিশ জাহাজেকে সতর্ক করার পর সেটিকে এগিয়ে যাওয়া অনুমতি দেয়। 

ভূমধ্যসাগরের জিব্রাল্টার প্রণালীতে ব্রিটিশ নৌবাহিনী একটি ইরানি তেল ট্যাংকার আটক করার এক সপ্তাহ পর ব্রিটিশ ট্যাংকারটি জব্দ করে ইরান। এ নিয়ে পশ্চিমা শক্তিগুলোর সঙ্গে ইরানের উত্তেজনা আরও তীব্র হয়ে ওঠে।

এর আগে থেকেই ব্রিটেনের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের উত্তেজনা দেশদুটিকে প্রায় যুদ্ধের প্রান্তে দাঁড় করিয়ে রেখেছে।