বিদেশযাত্রায় পুরুষ অভিভাবকের অনুমতি লাগবে না সৌদি নারীদের

সৌদি আরবের নারীরা এখন থেকে কোনো পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়াই বিদেশ ভ্রমণ করতে পারবেন বলে রাজকীয় ফরমান জারি করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 August 2019, 06:53 AM
Updated : 2 August 2019, 06:53 AM

এর ফলে ২১ বছরের বেশি বয়সী যে কোনো সৌদি নারী বাবা, স্বামী বা অন্য কোনো পুরুষ আত্মীয়ের অনুমতি ছাড়াই পাসপোর্ট এবং বিদেশযাত্রার আবেদন করতে পারবেন।

শুক্রবার এ সংক্রান্ত ফরমান জারি হয় বলে বিবিসি জানিয়েছে।  

সুন্নী সংখ্যাগরিষ্ঠ এ দেশটিতে এতদিন নারীদের পাসপোর্টের আবেদন কিংবা বিদেশ যাওয়ার ক্ষেত্রে পুরুষ অভিভাবকের অনুমতি বাধ্যতামূলক ছিল।

রাজকীয় ফরমান অনুযায়ী এখন থেকে সকল প্রাপ্তবয়স্কই পাসপোর্ট ও ভ্রমণের জন্য আবেদনের ক্ষেত্রে সমান সুযোগ পাচ্ছেন।

একইদিন সৌদি নারীদেরকে শিশুর জন্মনিবন্ধন, বিয়ে ও বিচ্ছেদের অধিকারও দেওয়া হয়েছে।

জেন্ডার, প্রতিবন্ধিতা বা বয়স- কোনো ধরনের বৈষম্য ছাড়াই সৌদি আরবের সব নাগরিকই কাজের অধিকার রাখেন বলেও নতুন নিয়মে বলা হয়েছে।

কট্টর রক্ষণশীল সৌদি আরবে মোহাম্মদ বিন সালমান ক্রাউন প্রিন্স হওয়ার পর থেকেই নারীদের ওপর এতদিন ধরে চেপে থাকা বিধিনিষেধের জগদ্দল পাথর একে একে সরতে শুরু করে। 

এমবিএস নামে খ্যাত সৌদি আরবের এ ‘ডি ফ্যাক্টো’ শাসক এরই মধ্যে গাড়ি চালানো ও মাঠে বসে খেলা দেখায় নারীদের ওপর যে নিষেধাজ্ঞা ছিল তাও তুলে নিয়েছেন।