চীনে বিনোদন পার্কের মেশিনে ‘সুনামি’, আহত ৪৪

চীনের একটি বিনোদন পার্কের সুইমিংপুল কমপ্লেক্সের ওয়েভ মেশিনে ‘ত্রুটিজনিত’ কারণে তৈরি হওয়া সুনামির মতো শক্তিশালী এক ঢেউয়ে অন্তত ৪৪ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2019, 06:33 AM
Updated : 1 August 2019, 06:33 AM

রোববার দেশটির উত্তরাঞ্চলীয় এলাকার শুইয়ান ওয়াটার পার্কে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

ওই ওয়েভ মেশিনটিতে সমস্যা দেখা দেওয়া এমনটি ঘটেছে বলে জানিয়েছেন পার্কটির কর্মকর্তারা। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, ওয়েভ মেশিনে তৈরি হওয়া বিশাল একটি ঢেউ সুইমিং পুলের পানিতে নামা বিনোদন পিয়াসীদের সবাইকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে আর আতঙ্কে সবাই চিৎকার করছে।

 

ঢেউয়ের ধাক্কায় কিছু লোক পুলের বাইরে পাকা পেভমেন্টের উপর এসে পড়েন। ঢেউয়ের ধাক্কায় ছিটকে পড়া এক নারীর হাঁটু কেটে গিয়ে রক্ত পড়তে শুরু করে।

পানি পুল ছাপিয়ে পেভমেন্টের ওপর দিয়ে আরও অনেকদূর ছড়িয়ে পড়ছে, সেখানে থাকা লোকজন দৌঁড়ে সরে যাচ্ছেন।

এ দুর্ঘটনার পর ওয়াটার পার্কটি বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করা হয়েছে।