ব্রাজিলের কারাগারে দাঙ্গায় নিহত ৫৭

ব্রাজিলে ভয়াবহ কারাদাঙ্গায় ৫৭ বন্দি নিহত হয়েছে। প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে ৫ ঘন্টার লড়াইয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 July 2019, 05:48 PM
Updated : 30 July 2019, 03:03 AM

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় পারা রাজ্যের আলতামিরা কারাগারে সোমবার সকাল সাতটার দিকে এ দাঙ্গা শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত।

কারাগারের একটি ব্লকের একদল বন্দি অপর ব্লকের বন্দিদের ওপর হামলে পড়ে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

এক সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেছেন, ১৬ জনকে শিরশ্ছেদ করে হত্যা করা হয়েছে। অন্যান্য কয়েকটি খবরে বলা হয়েছে, কারাগারের একটি অংশে আগুন দেওয়া হয়েছে। অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছে।

দাঙ্গার সময় জিম্মি করা দুই কারা কর্মকর্তা পরে মুক্তি পেয়েছেন। দাঙ্গায় জড়িত দুই প্রতিদ্বন্দ্বী দলের নাম জানায়নি কর্তৃপক্ষ।

ব্রাজিলের আলতামিরা কারাগার ২০০ বন্দি থাকার উপযোগী হলেও সেখানে রাখা হয়েছে ধারণক্ষমতার চেয়ে বেশি ৩১১ জন বন্দিকে।

ব্রাজিলে প্রায়ই কারাদাঙ্গার ঘটনা ঘটে। ২০১৭ সালের জানুয়ারিতে ব্রাজিলের কয়েকটি কারাগারে তিন সপ্তাহের কারাদাঙ্গায় প্রায় ১৫০ বন্দি নিহত হয়েছিল।

এছাড়া, গত মে মাসে আমাজন রাজ্যের মানাউসে চারটি কারাগারে একই দিনে দাঙ্গায় নিহত হয়েছিল ৪০ জন।