চীনে ভূমিধসে নিহত ৩৬, নিখোঁজ ১৫

ভারি বৃষ্টিতে চীনের দক্ষিণাঞ্চলে একটি গ্রামে ভূমিধসে এখন পর্যন্ত অন্তত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরো ১৫ জন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 July 2019, 12:38 PM
Updated : 28 July 2019, 12:38 PM

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানায়, গুইঝোউ প্রদেশের শুইচাং কাউন্টিতে গত মঙ্গলবার ওই ভূমিধসে একটি গ্রামের ২০টির বেশি বাড়ি চাপা পড়ে।

উদ্ধারকর্মীরা সেখান থেকে ৪০ জনকে জীবিত উদ্ধার করেছেন।

বিবিসি জানায়, টন টন মাটির নিচে চাপাপড়া বাড়িঘরে জীবিত বা মৃতদেহ উদ্ধারে রোববারও সেখানে কাজ করছেন উদ্ধারকর্মীরা।

চীন সরকার ভূমিধসের এ ঘটনায় উদ্ধার অভিযান এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য তিন কোটি ইউয়ান তহবিল প্রদাণ করেছে।

চীনে এ বছর বর্ষা মৌসুমে ভারি বৃষ্টির কারণে বেশ কয়েকটি ভূমিধসের ঘটনা ঘটেছে। যাতে বহু মানুষ নিহত হয়েছে এবং হাজারো মানুষকে উদ্ধার করা হয়েছে।