মুম্বাইয়ে তলিয়ে যাওয়া রেলপথে আটকে গেছে ট্রেন, শতাধিক যাত্রীকে উদ্ধার

ভারতের বাণিজ্য নগরী ‍মুম্বাই থেকে ৬০ কিলোমিটার দূরে সাত শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়ে যায় একটি ট্রেন। ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় ছয় ফুট পানির নিচে তলিয়ে গেছে রেল লাইন।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 11:29 AM
Updated : 27 July 2019, 11:29 AM

এনডিটিভি জানায়, শুক্রবার রাতে মুম্বাই-কোলাপুর মহালক্ষ্মী এক্সপ্রেস থানে জেলার ভানগানির কাছে আটকা পড়ে। ১৫ ঘণ্টার বেশি সময় ধরে আটকা পড়া অসহায় যাত্রীরা পানি ও খাবারের অভাবে আছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের উদ্ধারের আকুল আবেদন জানিয়েছেন।

 

রেল লাইনের দুই পাশে বানের পানির তীব্র স্রোত থাকায় রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের ট্রেন থেকে বের হতে নিষেধ করেছেন।

সেনাবাহিনীর দুইটি হেলিকপ্টার ও ছয়টি নৌকা এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স বাহিনী আটকে পড়া যাত্রীদের উদ্ধার কাজ শুরু করেছে।

শনিবার বিকাল পর্যন্ত  প্রায় ছয়শ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাদের কাছের একটি ক্যাম্পে নিয়ে পানি, খাবার এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

আটকে পড়া যাত্রীদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান রেলওয়ের এক মুখপাত্র।

দক্ষিণ এশিয়া জুড়ে মৌসুমি বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় এবার ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে বিবিসি।