আদালতের অনুমোদনে দেয়াল নির্মাণের তহবিল পাচ্ছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের জন্য পেন্টাগন তহবিল থেকে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে আড়াইশ কোটি মার্কিন ডলার ব্যবহারের অনুমতি দিয়েছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 July 2019, 07:51 AM
Updated : 27 July 2019, 07:51 AM

ক্যালিফোর্নিয়ার ফেডারেল বিচারপতির দেওয়া রায়ে কারণে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য ট্রাম্পের রাষ্ট্রীয় তহবিল ব্যবহার আটকে গিয়েছিল।

বিবিসি জানায়, রক্ষণশীল নিয়ন্ত্রিত সুপ্রিম কোর্টের পাঁচ বিচারপতির মধ্যে চারজন শুক্রবার ট্রাম্প দেয়াল নির্মাণে তহবিলের যোগান দেওয়ার পক্ষে ভোট দেন।

যা প্রেসিডেন্ট ট্রাম্পের বড় জয় বলে বিবেচিত হচ্ছে। ২০১৬ সালে নির্বাচনী প্রচারে ট্রাম্প যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, মেক্সিকো সীমান্ত প্রাচীর নির্মাণ তার অন্যতম।

মেক্সিকো সীমান্ত হয়ে অবৈধ অভিবাসী প্রবেশ আটকাতে তিনি এই দেয়াল নির্মাণ করতে চান।

সুপ্রিম কোর্টের এই রায়ের অর্থ ট্রাম্প ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা ও নিউ মেক্সিকোতে সীমানা প্রাচীর নির্মাণে আদালত অনুমদিত অর্থ ব্যবহার করতে পারবেন।

এক টুইটে সুপ্রিম কোর্টের এই রায়কে ‘বিশাল জয়’ বলে বর্ণনা করেছেন ট্রাম্প।