সিরিয়ায় বিমান হামলায় ১০ দিনে নিহত ১০৩: জাতিসংঘ

সিরিয়ায় স্কুল, হাসপাতাল, বাজার এবং বেকারিগুলোতে সরকার ও এর মিত্রদের বিমান হামলায় গত ১০ দিনে অন্তত ১০৩ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৬ জন শিশু।

>>রয়টার্স
Published : 26 July 2019, 03:21 PM
Updated : 26 July 2019, 03:49 PM

শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কর্মকর্তা মিশেল ব্যাচেলে। তিনি বলেন, বেসামরিক নাগরিকদের জায়গাগুলোর ওপরই হামলা হয়েছে এবং হামলার ধরন দেখে বোঝা যাচ্ছে যে, হামলাগুলো দুর্ঘটনাবশত ঘটে থাকতে পারে না।

সিরিয়া সরকার তার প্রধান মিত্র দেশ রাশিয়াকে নিয়ে উত্তরপশ্চিম সিরিয়ায় বিদ্রোহী এলাকায় এপ্রিলের শেষ দিক থেকে হামলা চালানো শুরু করে। এ এলাকাতে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বিরোধীরা বেশ সক্রিয়। সিরিয়া সরকার ওই এলাকায় যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে হামলা চালানো হচ্ছে বলে দাবি করেছে।

সেই তখন থেকেই সেখানে চার লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) মুখপাত্র ডেভিড সোয়ানসন।