লস অ্যাঞ্জেলেসে গুলি করে ৪ জনকে হত্যা, যুবক গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এক ব্যক্তি গুলি করে চারজনকে হত্যা এবং দুইজনকে আহত করেছে। প্রায় ১২ ঘণ্টা তল্লাশি অভিযান চালিয়ে সন্দেহভাজন এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

>>রয়টার্স
Published : 26 July 2019, 10:59 AM
Updated : 26 July 2019, 10:59 AM

বৃহস্পতিবারের এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম জেরি জারাগোজা, বয়স ২৬। তার বিরুদ্ধে বাবা ও ভাইকে গুলি করে হত্যা এবং মাকে গুলিবিদ্ধ করার অভিযোগ আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, লস অ্যাঞ্জেলেসের ক্যানগা পার্কে একটি অ্যাপার্টমেন্টে স্থানীয় সময় বৃহস্পতিবার ভোররাত ২টার দিকে গোলাগুলি শুরু হয়।

সন্দেহভাজন ওই যুবক বাবা-মার সঙ্গে ওই অ্যাপার্টমেন্টে থাকতেন।

সেখান থেকে বেরিয়ে প্রায় ৪৫ মিনিট পর তিনি নর্থ হলিউডের একটি গ্যাস স্টেশনে এক নারীকে গুলি করে হত্যা করেন। নিহত এই নারীর সঙ্গে তার কি সম্পর্ক ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি সংবাদমাধ্যমে নিহত ওই নারী জারাগোজার সাবেক মেয়েবন্ধু বলে জানিয়েছে।

ওই সময় জারাগোজা গ্যাস স্টেশনের এককর্মীকেও পাঁচবার গুলি করেন। গুরুতর আহত ওই ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক। 

সেখান থেকে বেরিয়ে সকাল পৌনে ৮টার দিকে একটি এটিএম মেশিন থেকে চুরি করার সময় এক মালী তাকে বাধা দিলে জারাগোজা তাকেও গুলি করে পালিয়ে যায়।

দুপুর ১টার দিকে সে প্রতিবেশী ভন নাইচ এলাকায় বাসে এলোপাতাড়ি গুলি চালিয়ে এক ব্যক্তিকে হত্যা করে।

দুপুর আড়াইটার দিকে সাদা পোশাকের পুলিশ ক্যানগা পার্ক থেকে তাকে গ্রেপ্তার করে।

শুক্রবার সকালে জারাগোজা পুলিশ কাস্টোডিতে ছিলেন।