থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলার ৪ নিরাপত্তা সদস্য নিহত

থাইল্যান্ডের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দক্ষিণাঞ্চলে বিদ্রোহীদের হামলায় চার নিরাপত্তা সদস্য নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2019, 09:48 AM
Updated : 24 July 2019, 09:48 AM

মঙ্গলবার রাতে পাত্তানি প্রদেশের একটি চেক পয়েন্টে বোমা হামলা ও গুলিবর্ষণে দুই সৈন্য ও দুই সশস্ত্র বেসামরিক স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন বলে আঞ্চলিক নিরাপত্তা বাহিনী বুধবার জানিয়েছে।

সন্দেহভাজন এক বিদ্রোহীকে আটকের পর নির্যাতনে কোমায় চলে গেছে, এমন অভিযোগ নিয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার মধ্যে হামলার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

শনিবার ৩২ বছর বয়সী আব্দুল্লাহ ইসামুসাকে তার বাড়ি থেকে উঠিয়ে স্থানীয় সেনাবাহিনীর ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছিল। তার একদিন পর অজ্ঞান অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে নেওয়ার পর তার মাথায় তরল জমে যাওয়ার বিষয়টি ধরা পড়ে। 

তবে ইসামুসার ওই ঘটনার সঙ্গে চেক পয়েন্ট হামলার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন নিরাপত্তা বাহিনীর মুখপাত্র প্রামোতে প্রোম।

জানুয়ারির পর থেকে ওই অঞ্চলে এটাই সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ধরনের আগের অধিকাংশ হামলার মতো এ হামলারও দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।