মার্কিন শাখার ৬ শতাধিক কর্মী ছাঁটাই করল হুয়াওয়ে

চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ে যুক্তরাষ্ট্রে অবস্থিত তাদের গবেষণা শাখা ফিউচারওয়ে টেকনোলজির ছয় শতাধিক কর্মীকে ছাঁটাই করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 04:59 PM
Updated : 23 July 2019, 04:59 PM

ওয়াশিংটন হুয়াওয়েকে বাণিজ্যের কালো তালিকাভূক্ত করার পর কোম্পানিটি এ পদক্ষেপ নিল।

হুয়াওয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘যুক্তরাষ্ট্রের কারণে তাদের বাণিজ্যিক কার্যক্রমে যে সংকোচন দেখা দিয়েছে’ তার সঙ্গে তাল মেলাতেই তারা কর্মী ছাঁটাই করতে বাধ্য হয়েছে।

হুয়াওয়ের পক্ষ থেকে সোমবার এক বিবৃতিতে বলা হয়, “ফিউচারওয়ে টেকনলজিস কর্মী সংখ্যা হ্রাসের ঘোষণা দিচ্ছে। যা সরাসরি যুক্তরাষ্ট্রে থাকা ছয় শতাধিক কর্মীর উপর ২২ জুলাই থেকেই কার্যকর হবে।”

গত মে মাসে যুক্তরাষ্ট্র হুয়াওয়েকে কালা তালিকাভূক্ত করে। যার ফলে কোম্পানিটি যুক্তরাষ্ট্রের কোনো ফার্মের সঙ্গে ব্যবসা করতে পারছে না।

পরষ্পরের পণ্যের উপর বাড়তি শুল্পারোপ করা নিয়ে এ বছর যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য যুদ্ধ চরম রূপ ধারণ করেছে। হুয়াওয়ের ঘটনা এ যুদ্ধের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে।

বিবিসি জানায়, হুয়াওয়ে ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ফিউচারওয়েতে তাদের গবেষণা ও পণ্যের উন্নয়ন বিষয়ক কাজ করে।