সিঙ্গাপুরে উদ্ধার রেকর্ডসংখ্যক মূল্যবান হাতির দাঁত

সিঙ্গাপুর কর্তৃপক্ষ প্রায় ৯ টন হাতির দাঁতের বিশাল চালান জব্দ করেছে। দাঁতগুলোর বাজার মূল্য ১ কোটি ২৯ লাখ ডলার। এত বিপুল পরিমাণ হাতির দাঁত এবারই প্রথম ধরা পড়ল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2019, 01:44 PM
Updated : 23 July 2019, 05:31 PM

এ দাঁতের জন্য প্রায় ৩০০ হাতিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হাতির দাঁত ছাড়াও কর্তৃপক্ষ প্রায় ১২ টন বনরুইয়ের আঁশ জব্দ করেছে।

এর বাজার মূল্য ৩ কোটি ৫৭ লাখ ডলার বলে জানিয়েছে বিবিসি। প্রায় ২ হাজার বনরুই থেকে এ আঁশ সংগ্রহ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার সিঙ্গাপুর হয়ে ভিয়েতনামগামী একটি কার্গো জাহাজের কন্টেইনারে তল্লাশি চালিয়ে এ মূল্যবান জিনিসগুলো জব্দ করা হয়।

জাহাজটি আফ্রিকার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো থেকে আসছিল। চীনের কাস্টমস বিভাগের তথ্য পেয়ে জাহাজের কন্টেইনারে তল্লাশি চালানো হয়।

কাঠ আনার কথা বলে কন্টেইনারে করে এসব  দ্রব্য বহন করা হচ্ছিল। জব্দ করা এ দাঁত এবং আঁশ ধ্বংস করে ফেলা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে এবারই প্রথম নয়। এর আগেও সিঙ্গাপুরে অবৈধ পন্যের চালান ধরা পড়েছে। গত এপ্রিল থেকে এ পর্যন্ত মোট সাড়ে ৩৭ টন বনরুয়েই আঁশ উদ্ধার করেছে কর্তৃপক্ষ।