নিখোঁজ ফরাসি সাবমেরিনের সন্ধান মিলল ৫০ বছর পর

৫০ বছরেরও বেশি সময় ধরে নিখোঁজ একটি ফরাসি সাবমেরিনের খোঁজ পাওয়ার খবর জানিয়েছে অনুসন্ধানী একটি দল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 July 2019, 02:24 PM
Updated : 22 July 2019, 02:24 PM

১৯৬৮ সালের জানুয়ারিতে ফ্রান্সের দক্ষিণ উপকূলের তুল্যঁ বন্দরের কাছে ৫২ জন নাবিক নিয়ে হারিয়ে গিয়েছিল ফরাসি সাবমেরিন মিন্যাভ।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লঁস পালি সোমবার টুইট করে সাবমেরিনের সন্ধান পাওয়ার ঘোষণা দিয়ে এ সফলতাকে 'স্বস্তিদায়ক এবং প্রযুক্তিগত কৃতিত্ব' বলে বর্ণনা করেছেন। এ দীর্ঘ ৫০ বছরে সাবমেরিনটি খুঁজে পাওয়ার আগের সব চেষ্টা ব্যর্থ হয়েছিল।

সাবমেরিনের সঙ্গে হারিয়ে যাওয়া প্রিয়জনদের খুঁজে বের করতে শোকার্ত পরিবারগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বছরের শুরুতেই নতুন করে সাবমেরিনটি পুনরুদ্ধারের চেষ্টা শুরুর ঘোষণা দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী।

ফ্লঁস পালি টুইটে বলেন, “মাত্রই আমরা মিন্যাভকে খুঁজে পেয়েছি। এ সাফল্য আমাদেরকে স্বস্তি ফিরিয়ে দিয়েছে এবং প্রযুক্তিগতভাবে আমরা সফল হয়েছি। এ মুহূর্তটির জন্য দীর্ঘকাল ধরে অপেক্ষা করে থাকা পরিবারগুলোর কথাই আমি ভাবছি।”

নিখোঁজ সাবমেরিনটি তুল্যঁ বন্দরের ৪৫ কিলোমিটার দূরে সমুদ্রের ২ হাজার ৩৭০ মিটার গভীর তলদেশে পাওয়া গেছে। সাবমেরিনটি ডুবে যাওয়ার পেছনের সঠিক কারণ কখনোই প্রকাশ হয়নি।