দুর্নীতির অভিযোগে কেনিয়ার অর্থমন্ত্রী গ্রেফতার

কেনিয়ার অর্থমন্ত্রী হেনরি রোটিচ দুর্নীতির অভিযোগে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।

>>রয়টার্স
Published : 22 July 2019, 01:10 PM
Updated : 22 July 2019, 01:10 PM

সোমবার প্রধান কৌঁসুলি তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার পর তিনি আত্মসমর্পণ করলেন বলে জানিয়েছে বিবিসি।

কেনিয়ায়  ইতালিয়ান কোম্পানির তদারকাধীনে দুটি বাঁধ নির্মাণ প্রকল্পে ঘুষ দুর্নীতির অভিযোগ আছে রোটিচের বিরুদ্ধে।

ওই বাঁধ প্রকল্প নিয়ে পুলিশী তদন্তের পর রোটিচের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং প্রাক্কলিত খরচের তুলনায় বেশি অর্থ খরচসহ ৮ টি অভিযোগ এসেছে।

রোটিচ ছাড়াও ইতালীয় কোম্পানি সিএমসি ডি রাভেন্নার পরিচালকসহ ওই বাঁধ প্রকল্পে দুর্নীতিতে জড়িত ২৭ জনকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।

কেনিয়া ঘুষ দুর্নীতির আখড়া হলেও দায়িত্বে থাকা একজন মন্ত্রীকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার নজিরবিহীন ঘটনা।

গত মার্চে রোটিচ পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। কোম্পানিটির পক্ষ থেকেও সব অভিযোগ অস্বীকার করা হয়েছিল।